ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ‘আনন্দ উদযাপন’ করেছে জয়পুরহাটের আক্কেলপুর থানা পুলিশ। এমনকি জেলার পাঁচ থানায় এই কর্মসূচি একযোগে পালন করা হয়।
রবিবার(৭-ই মার্চ) বিকেলে আক্কেলপুর থানা চত্বরে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে, আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুুপার (সদর সার্কেল) আব্দুস সালাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী বিরেন চন্দ্র দাস,সোনামুখি ইউপি চেয়ারম্যান ডিএম রায়েল ইমাম,কলেজ বাজার বনিক সমিতির সভাপতি কাজী শফিকউল আলম প্রমুখ।
পরে আক্কেলপুর থানার (ওসি তদন্ত) শাহ আলমের সঞ্চলনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, আনন্দ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে গান গেয়ে সকলেই আনন্দিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আব্দুস সালাম,থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান,পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (ডিজিএম) বাবু গৌতম,সঙ্গীত শিল্পী খোরশেদ, মৌসুমি সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
একুশে সংবাদ/ নি.দ / এস
আপনার মতামত লিখুন :