সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৪ নং রুপবাটী ইউনিয়নের পরিচিত মুখ সাবেক ইউপি চেয়ারম্যান ও রুপবাটী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আঃমতিন।
সারাদেশে বিভিন্ন ধাপে দলীয় প্রতিকে ইউপি নির্বাচন অনিষ্ঠিত হবে।ইতি মধ্যে শুরু হয়েছে দলীয় মনোনয়ম প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। মাঠে এলাকাবাসীর সাথে শুরু করেছে গনসংযোগ। সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ৪ নং রুপবাটী ইউনিয়নের নৌকা মনোনয়ন প্রত্যাশী আঃ মতিনের গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
রোববার রুপবাটী ইউনিয়ের বাগধুনাইল প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনময় ও বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।এ মতবিনিময় জনসভায় মানুষের ঢল নামে।
উক্ত অনুষ্ঠানে নৌকার মনোনয়ন প্রত্যাশী আঃ মতিন আগামী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ী লাভ করার আশাবাদ ব্যাক্ত করেন।আওয়ামীলীগের এ ত্যাগী নেতা জনগনের সেবা করার সুযোগ হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন। এ এলাকার মানুষের সেবা ও উন্নয়নের জন্য সবার দোয়া ও সমর্থন দাবী করলে উপস্থিত জনতা এক বাক্যে আঃ মতিনের পাশে থাকার কথা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রুপবাটী ইউপি সদস্য আঃ আজিজ মোকাম,আঃ রহমান, মোঃ আবু তাহের,মোঃ জহুরুল ইসলাম পান্না, ইউনিয়ন আঃলীগের সাংগঠিক সম্পাদক আঃ সালাম ফকির, আবু মুছা,জাফর শেখ,ফটিক ফকির,বহুত আলী,আলেক জেন্ডার মাষ্টার,রজব আলী প্রমুখ।
এসময় বক্তারা আঃ মতিনকে সমর্থন করে আগামী রুপবাটী ইউপি নির্বাচনে জনগনের কাছে নৌকার ভোট প্রার্থনা করেন।
একুশে সংবাদ/ আ.হা.ন্ন / এস
আপনার মতামত লিখুন :