ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আনোয়ারায় অনুমোদনহীন বেকারিকে জরিমানা 


Ekushey Sangbad
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
০৭:১১ পিএম, ৮ মার্চ, ২০২১
আনোয়ারায় অনুমোদনহীন বেকারিকে জরিমানা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য তৈরী এবং পূর্ব সতর্কতার পরও কোনো প্রকার পরিবর্তন না হওয়ায় নিউ ঢাকা বেকারী ও মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামের অনুমোদনহীন দুইটি কারখানাকে ৫৫,০০০ টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে অবস্থিত ঢাকা বেকারি ও শোলকাটায় অবস্থিত মিনারেল পানির সাপ্লাইয়ার কুল ড্রিংকিং ওয়াটার নামের অনুমোদনহীন দুইটি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় নিউ ঢাকা বেকারীকে ৫০,০০০ টাকা এবং কুল ড্রিংকিং ওয়াটারকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, নোংরা পরিবেশে পণ্য তৈরির কারণে ইতিপূর্বে ঢাকা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়ে ছিলো, আজ আবারও ঢাকা বেকারিতে অভিযান চালিয়ে তাদের অবস্থার  উন্নতি না হওয়ায় ঢাকা বেকারিকে ৫০,০০০ টাকা এবং উপযুক্ত কাগজপত্র না থাকায় কুল ড্রিংকিং ওয়াটারকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।


একুশে সংবাদ/ সা.ই / এস