ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

চুয়াডাঙ্গা থেকে মাদকের আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর ওসি 


Ekushey Sangbad
চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৮:০৪ পিএম, ৮ মার্চ, ২০২১
চুয়াডাঙ্গা থেকে মাদকের আগ্রাসন রুখে দিতে বদ্ধপরিকর ওসি 

একটি পরিচ্ছন্ন, সুসংগঠিত, ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত এবং সম্পূর্ণ মাদকমুক্ত পরিবারই জন্ম দিতে পারে একটি সুন্দর সমাজ ব্যবস্থা। মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ী একটি পরিবার ধীরে ধীরে পাল্টে দিচ্ছে আমাদের পরিবার চিত্র তথা আমাদের সমাজ চিত্র। মাদকের আগ্রাসন ক্রমাগত প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি সুস্থ পরিবার গঠনে এবং আঘাত হানছে দেশের ক্রমবর্ধমান আর্থসামাজিক উন্নয়নের অভিযাত্রায়। সুতরাং মাদকের আগ্রাসন আমাদের যেকোন মূল্যে রুখে দিতে হবে। চুয়াডাঙ্গা জেলায় মাদকের আগ্রাসন রুখে দিতে আমরা বাংলাদেশ পুলিশ তথা চুয়াডাঙ্গা থানা পুলিশ বদ্ধপরিকর।

এই লক্ষ্যকে সামনে রেখে আমরা চিন্তা করেছি, চুয়াডাঙ্গা সদর থানার নিয়ন্ত্রণাধীন প্রশাসনিক এলাকায় থানা পুলিশ এবং বিট পুলিশের সমন্বয়ে একটি সার্চ কমিটির মাধ্যমে সম্পূর্ণ মাদকমুক্ত পরিবারগুলো আলাদাভাবে চিহ্নিত করে তাদেরকে বিশেষ ভাবে অভিনন্দিত করব। এই পরিচ্ছন্ন তথা একেবারে মাদক মুক্ত পরিবারগুলোর অভিভাবকবৃন্দ কে পুরস্কৃত করার পাশাপাশি তাদেরকে মডেল পরিবার হিসেবে সমাজে প্রদর্শনের পরিকল্পনা নিয়েছি। তাদেরকে অর্থাৎ এই সফল পরিবারগুলোকে সমাজের জন্য একটি পরিচ্ছন্ন দর্পণ হিসেবে দাঁড় করানো হবে।  মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসায়ী পরিবারের যে সমস্ত ত্রুটি -বিচ্যুতি আছে তা যেন তারা ঐ পরিচ্ছন্ন দর্পণের সামনে দাঁড়িয়ে অন্ততঃ সংশোধনের প্রয়াস পান। ঠিক সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী পরিবার বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে, আপনার পরিবারের যদি একজন সদস্যও মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি আপনার সমাজে একজন অসফল বা ব্যর্থ অভিভাবক হিসাবে চিহ্নিত হলেন। আমরা সার্চ কমিটির মতামতের ভিত্তিতে সম্পূর্ণ মাদকমুক্ত যে পরিবারটিকে খুঁজছি, সেই পরিবারের একটি সদস্যও মাদক তো দূরের কথা কোন সদস্য একটি সিগারেটও খেতে পারবে না। তাহলে আমরা ধরে নেব সম্পূর্ণ মাদকমুক্ত পরিবার গঠনে আপনি একজন সফল অভিভাবক। আর আপনিই হবেন আমাদের জন্য মডেল সমাজের দর্পণ। আর আমরা সেই দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেদেরকে সফল অভিভাবকদের কাতারে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

কাজটা বেশ কঠিন এবং জটিল। দোয়ার দরখাস্ত রইলো।চুয়াডাঙ্গা থানা এলাকার "সফল  অভিভাবকদের খোঁজে " আমরা  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং বিট পুলিশ নিরন্তর ভাবে কাজ করে চলেছি। খুব শীঘ্রই আমরা আপনার পরিবারের কাছে আসছি।

একুশে সংবাদ/ আ.ল / এস