শেরপুরের নালিতাবাড়ী গরু হাটি থেকে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সাথে থাকা গুরুতর আহত হয়ে একজন ময়মনসিং হাসপাতালে চিকিতসাধিন রয়েছে। নিহত ব্যক্তির নাম আমিনুল ইসলাম(৪০) সে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বালকাকুড়া গ্রামের নুর ইসলামের ছেলে। ৯ মার্চ মঙ্গলবার সকালে শহরের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, সকাল ১১টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের নয়ানিকান্দা গরু হাটি থেকে গরু কিনে ভটভটি যোগে বাড়ি ফিরার পথে শহরের কালিনগর এলাকায় বাইপাস সড়কে ভটভটির সাইট কাভার ভেংগে উল্টে যায়। এতে গরুর মালিক আমিনুল নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সহযোগি আবু সামা গুরুতর আহত হন। পরে দুই জনকে দ্রুত এলাকাবাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বছির আহমেদ বাদন ঘটনার সত্ততা স্বিকার করে বলেন, সুরাতহাল রিপোর্ট করা হয়েছে। এ ব্যাপারে এখন কোন মামলা হয়নি।
একুশে সংবাদ/আ.মো/আ
আপনার মতামত লিখুন :