রাজশাহীর গোদাগাড়ীতে উগ্রবাদ ও সন্ত্রসবাদ মোকাবেলায় পুলিশের ভুমিকা বিষয়ক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে দি এশিয়া ফাউন্ডেশন ও মানব কল্যান পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী জেলা পুলিম সুপার এবিএম মাসুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম,সিনিয়র সহকারি পুলিশ সুপার( গোদাগাড়ী সার্কেল) আব্দুর রাজ্জাক খান,সহকারি পুলিশ সুপার(বিশেষ শাখা) রুবেল আহমেদ,সহকারি পুলিশ সুপার(প্রভি)সুরাইয়া উর্মি,গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান পাটোয়ারী, দি এশিয়া ফাউন্ডেশনের প্রেগ্রাম অফিসার শফিউল আওয়াল।প্যানেল আলোচনাটি পরিচালনা করেন দি এশিয়া ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক সাদাত শিবলী।
সভায় উপস্থিত মানবকল্যান পরিষদের প্রেগ্রাম ম্যানেজার মনিরা পারভীন,উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।সভায় পুলিশ সুপার বলেন,সমাজে বৈমষ্যের কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে। তাই সমাজে বৈষম্য দুর করে জঙ্গিবাদ,উগ্রবাদ ও সন্ত্রসবাদ মোকাবেলায় তরুণসহ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।সেই সঙ্গে চরমপন্থাকে পরিহার করে জঙ্গিবাদ,সন্ত্রাসবাদ ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
একুশে সংবাদ/মু/আ
আপনার মতামত লিখুন :