কিশোরগঞ্জের কুলিয়ারচরে মো. হুমায়ুন কবির (৪৭) নামে এক ব্যক্তির পুকুরে বিষ দিয়ে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। অজানা শত্রুরা তার অর্থনৈতিক ক্ষতি করার জন্য গোপনে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে বলে ধারণা করা হচ্ছে।
কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের মুজরাই গ্রামের এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এলাকার মানুষ এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত খামারী মো. হুমায়ুন কবির মুজরাই গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
তিনি অভিযোগ করে বলেন, গত সোমবার (৮ মার্চ) সকালে তার পুকুরের মাছ মরে ভেসে উঠতে শুরু করলে প্রতিবেশীরা তাকে বিষয়টি জানান।
খবর পেয়ে তিনি বাড়ির সামনে পুকুরে গিয়ে দেখেন, তার পুকুর থেকে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
পরদিন মঙ্গলবার (৯ মার্চ) সকালে পুকুরে বাস করা ব্যাঙসহ সকল প্রকার মাছ মরে পানির উপর ভেসে উঠার পরই তিনি বুঝতে পারেন, তার সাথে শত্রুতা করে কেউ পুকুরে বিষাক্ত কিছু ঢেলে মাছ নিধন করেছে।
এতে প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে।
মো. হুমায়ুন কবির আরো জানান, ৩০ বছর যাবৎ এ পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।
এবার তিনি তার পুকুরে প্রায় ১০ হাজার পাঙ্গাস, তেলাপিয়া, কই, মাগুর, মৃগেল, সিলভার ও শিং মাছের চাষ করেন। এসব মাছ মরে যাওয়ায় অর্থনৈতিকভাবে তার অনেক ক্ষতি হয়েছে।
এ ঘটনার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মরা মাছ দেখতে শত শত মানুষ পুকুর পাড়ে ভীড় জমান। তারা বলাবলি করেন, এ কেমন শত্রু!
একুশে সংবাদ/ মোফ.স / এস
আপনার মতামত লিখুন :