ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

রৌমারীতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু


Ekushey Sangbad
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
১১:০৮ এএম, ১০ মার্চ, ২০২১
রৌমারীতে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

রৌমারী উপজেলায় বালুবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হোসেন আলী (২১) নামের এক কলেজ শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) রৌমারী উপজেলায় কুটিরচর নামক স্থানে ওই দূর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা বিক্ষুদ্ধ হয়ে ওই ট্রাক্টর আগুনে পুড়িয়ে দিয়েছে। দূর্ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে যায়।  

মটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথেই কুটিরচর নামক স্থানে ওই কিশোরকে চাপা দেয় বালুভর্তি ট্রাক্টর।এতে ঘটনাস্থলে মারা যায় ওই শিক্ষার্থী।মৃত হোসেন আলী বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মমিন চানের পুত্র।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলায় কয়েক শতাধিক ট্রাক্টর রয়েছে। যা দিয়ে ব্রহ্মপুত্র নদ থেকে বালু পরিবহন করা হয়। এসব ট্রাক্টরের সিংহভাগ চালকের বয়স ২০ বছরের নিচে। তাদের ভারী যান চালানোর কোনো প্রশিক্ষন ও লাইসেন্স নেই। অবৈধ উপায়ে বালু উত্তোলন করে অবৈধ যানবাহন দিয়ে পরিবহনের ফলে প্রাইয় দূর্ঘটনা ঘটে।     

বন্দবেড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জানান, মিনিটে মিনিটে বালুভর্তি ট্রাক্টরের যাতায়াতের কারনে সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। বেপরোয়া ভাবে এসব ট্রাক্টর চলাচলের কারনে সড়কে চলাচল করতে আমরা আমরা আতঙ্কিত থাকি।

বালুবাহী এসব ট্রাক্টরে চাপায় গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়। দূর্ঘটনার খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান উপজেলা পরিষদে জরুরী এক সভা আহবান করে অনির্দিষ্ট কালের জন্য এসব ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে।          

ঘটনার সত্যতা নিশ্চিত করে  রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং চালকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

একুশে সংবাদ/ সহি.ই / এস