ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

কক্সবাজারে রোহিঙ্গাসহ দুই ইয়াবা কারবারী আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কক্সবাজার 
০২:৫৭ পিএম, ১০ মার্চ, ২০২১
কক্সবাজারে রোহিঙ্গাসহ দুই ইয়াবা কারবারী আটক

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ও ৩৫০ গ্রাম ইয়াবার গুড়াসহ ২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন, রোহিঙ্গা মোঃ শহীদ (২৬) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ ইসমাইল এর ছেলে ও মিনুয়ারা (৪০) চকরিয়া মগবাজারের আজিজুল হক এর স্ত্রী।

বুধবার (১০ মার্চ) সকালে কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু কক্সবাজার-টেকনাফ মহাসড়কের সি এন্ড জে অটোগ্যাস স্টেশন এর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালায়। 

এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দাওয়া করে তাদেরকে আটক করে।পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ১৪ হাজার পিচ ইয়াবা ও ৩৫০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার করা হয়।

এই বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

একুশে সংবাদ/ আ.ক / এস