রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ২দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভূক্ত জনগণের মাতৃস্বাস্থ্য ও শিশুর যত্ন বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ শেষ হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১০ টায় বিআরডিবি হলরুমেঅনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্ত রাইসুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে ২টি ব্যাচে মোট ৯০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মায়েরা অংশগ্রহণ করেছিলেন।প্রশিক্ষণটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর (ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী। বক্তারা বলেন, দরিদ্র ও অবহেলিত জনগণের মাতৃ ও শিশু মৃত্যু হার কমাতে বিশেষ ভুমিকা রাখবে।
একুশে সংবাদ/ মু.হ / এস
আপনার মতামত লিখুন :