ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

রাণীনগরে যুবকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নওগাঁ প্রতিনিধি
০৭:১৮ পিএম, ১০ মার্চ, ২০২১
রাণীনগরে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে নয়ন প্রামানিক (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেল ৩ ঘটিকার দিকে রাণীনগর উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়ার উত্তর মন্ডল পুকুর পার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। যুবক নয়ন প্রামানিক উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গােয়ালপুকুর পাড়ার আনিছুর রহমানের ছেলে।

নিহত নয়নের মা আয়েশা বিবি বলেন, বুধবার সকালে নয়ন খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দুপুর আড়াইটা নাগাদ গ্রামের লােকজন বড়িয়াপাড়ার উত্তর মন্ডল পুকুরের পশ্চিম পাড়ের অদুর ধানের জমির আইলের উপর নয়নের মরদেহ পরে থাকতে দেখে। তবে নয়নের কিভাবে তার মত্যু হয়েছে তা বলতে পারেনি যুবকের পরিবার।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার একেএম চিশতীসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপাের্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে যুবক নয়ন শারীরিক ভাবে অক্ষম ছিলেন বলেও জানিয়েছেন ওসি।


একুশে সংবাদ/ আ.শ/ এস