ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নালিতাবাড়ীতে মর্টারের গোলা উদ্ধার


Ekushey Sangbad
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
০৮:০০ পিএম, ১০ মার্চ, ২০২১
নালিতাবাড়ীতে মর্টারের গোলা উদ্ধার
নালিতাবাড়ীতে উদ্ধারকৃত মর্টার গোলা 

নালিতাবাড়ীতে উদ্ধারকৃত মর্টার গোলা 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে মর্টারের গোলা  উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গোলাটি মর্টারের গোলা বলে নিশ্চিত করেছে ঘাটাইল সেনানিবাসের মেজর নাহিদ শারমিন।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য ওই বস্তুটি দেখতে পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হয়ে গেলে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে এটি উদ্ধারে অভিযান চালায়। অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে নালিতাবাড়ী থানা পুলিশ টাংগাইলের ঘাটাইল বোমা বিশেষজ্ঞ টিমকে সংবাদ দেয়। বোমা বিশেষজ্ঞ টিম মর্টারের গোলাবলে নিশ্চিত করে ও তা সর্তকুতার সাথে নিস্কৃয় করে।


একুশে সংবাদ/আ.মো/আ