শেরপুরের নালিতাবাড়ী রুপনারায়নকুড়া আলিম মাদরাসায় কর্মচারি নিয়োগের অনিয়মের অভিযোগে মানব বন্ধন করেছে মাদরাসা এলাকার লোকজন।
১০ মার্চ বুধবার সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে মানব বন্ধনে আয়োজন করে এলাকাবাসী। রুপনারায়নকুড়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহফুজ সরকার মানব বন্ধনে লিখিত বক্তব্যে বলেন, নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া আলিম মাদরাসায় উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তাকর্মী ও আয়া নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী বেশ কয়েকজন নিয়োগ প্রাপ্তির জন্য আবেদনও করে। মাদরাসার সভাপতি মোস্তফা কামাল ও অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম আমার ছেলে তুহিন সরকার ও অন্য প্রার্থী রাহাত মিয়ার কাছথেকে মোটা অংকের টাকা দাবি করে। এক পর্যায় তিন লক্ষ টাকার বিনিময়ে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ দিবে বলে প্রতিশ্রুতি দেয় এবং তিন লক্ষ টাকা যোগার করি। পরে পরিক্ষার পূর্বে তাদেরকে প্রশ্ন পত্রও দেওয়া হয় বলে তারা অভিযোগে উল্লেখ করেন। ভাল পরিক্ষা দেওয়ার পরও ফলাফলে অন্য প্রার্থীর নাম দেখে হতাশ হয়। পরে জানতে পারে অন্য প্রার্থীর কাছে ৮ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ প্রার্থী তুহিন সরকার বলেন, আমার ক্ষতিপূরন, অবৈধ নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ দেওয়ার জুর দাবি জানাচ্ছি।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম অভিযোগ অস্বিকার করে বলেন, নিয়োগ বানিজ্যের প্রশ্নই আসে শতভাগ স্বচ্ছ নিয়োগ হয়েছে।
এর কয়েকদিন আগে নিয়োগ বানিজ্যের প্রতিকার চেয়ে জেলা শিক্ষা অফিসারের নিকট আবেদন করে নিয়োগ বঞ্চিত দুই প্রার্থি।
একুশে সংবাদ/আ/আ
আপনার মতামত লিখুন :