পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মাসুদ রানা (২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা এলাকার রৌশনাবাগ পঞ্চগড়-টুনিহাট সড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা পৌর এলাকার জালাসিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নিহত মাসুদ রানা একটি মোটরসাইকেল নিয়ে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে পঞ্চগড়-টুনিহাট রৌশনাবাগ এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরকে অভারট্রেক করতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গেলে ট্রাক্টরটি তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক কাইয়ুম আলী জানান, ঘটনাস্থল হতে ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/ডি.বা/আ
আপনার মতামত লিখুন :