ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ছেলে-বউয়ের নির্যাতনের শিকার বৃদ্ধার পাশে এসপি প্রবীর কুমার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নড়াইল
১১:৩৮ এএম, ১১ মার্চ, ২০২১
ছেলে-বউয়ের নির্যাতনের শিকার বৃদ্ধার পাশে এসপি প্রবীর কুমার

ছেলে ও তার বউয়ের অমানুষিক নির্যাতনের শিকার বৃদ্ধা ফুলমতির (৮০) পাশে দাঁড়িয়েছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। গত ৬ মার্চ নড়াইলের বিষ্ণুপুর গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী ফুলমতি তার ওপরে নির্যাতনের বিষয়টি গোপনে পুলিশ সুপারকে অবহিত করেন।

পুলিশ সুপার তখনই সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেনকে নির্দেশ দেন বৃদ্ধাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিতে।  

এরপর ওই বৃদ্ধার নিয়মিত খোঁজ খবর নিতো পুলিশ। পুলিশ সুপার নিজেই তার বাড়িতে যান এবং সার্বিক বিষয়ে খোঁজ নেন। তার কোনো সমস্যা হচ্ছে কি-না তাও জানতে চান। পুলিশ সুপার তার জন্যে কিছু ফলমূলও নিয়ে যান।  

পুলিশ সুপারের উপস্থিতিতে বেশ খুশি হন বৃদ্ধা। তিনি পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

একুশেসংবাদ/উজ্জ্বল/অমৃ