ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

সাতক্ষীরা তালায় নৌকার প্রার্থী হতে ৬৭ জন প্রার্থীর আবেদন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
০১:৪৩ পিএম, ১১ মার্চ, ২০২১
সাতক্ষীরা তালায় নৌকার প্রার্থী হতে ৬৭ জন প্রার্থীর আবেদন

স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত সারাদেশে ৩৭১ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিকে প্রথম পর্যায়ে তালা উপজেলার ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এর মধ্যে ধানদিয়া, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালী, তেতুলিয়া, তালা, খলিলনগর, ইসলামকাটি, মাগুরা, খেরশা, জালাপুর ইউনিয়ন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল ঘোষণা হওয়ায় উপজেলা ব্যাপী নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতিটি গ্রাম পাড়া মহল্লা, চায়ের দোকান চলছে প্রার্থীদের নিয়ে হিসাব নিকাশ। নির্বাচনে প্রার্থী হতে প্রার্থীরা গণসংযোগ ও বিভিন্ন সভা সমাবেশ করে ভোটারদের মন আকর্ষণের চেষ্ঠা করছে। বিভিন্ন রাজনৈতিক দলীয় একাধিক সুত্রে জানা গেছে উপজেলার ১১টি ইউনিয়নে ৬৭ জন মনোনয়ন প্রত্যাশি নৌকার প্রাথী হওয়ার আশায় উপজেলা আওয়ামী লীগ বরাবর আবেদন করেছেন। এর মধ্যে ধানদিয়া ৬, নগরঘাটা ৫, সরুলিয়া ১১, খলিষখালী ৭, তেতুলিয়া ৪, তালা ৫, খলিলনগর ৫, ইসলামকাটি ৩, মাগুরা ৫, খেরশা ১১, জালাপুর ইউনিয়নে ৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা হয়েছে।

দলের একাধিক সুত্রে জানা গেছে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যাদের মাঠে ময়দানে দেখা যায়নি সেসকল নেতা, ব্যক্তি, কর্মি সামর্থকরাও দলীয় প্রার্থী হতে আবেদন পত্র জমা দিয়েছেন।

এদিকে দলীয় টিকিট পেতে অনেক প্রার্থী হাই কমান্ডের নেতাদের দারস্ত হচ্ছেন বলে জানা গেছে, একাধিক মনোনন প্রত্যাশি নেতার সাথে আলাপকালে জানান দলীয় প্রার্থী হওয়াটাই এখন মূল চ্যালেঞ্জ।

তবে অনেক প্রার্থীর ধারণা দলীয় সামর্থন না পেলে দলের বাইরে নির্বাচন করা ঠিক হবে না। ভিন্ন মত পোষণ করে অনেকে বলেন দল মনোনয়ন দিতে ভুল করলে স্বতন্ত্র প্রার্থী হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। সব মিলিয়ে নির্বাচনী মাঠ এখন সরগরম। এ বিষয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান আমরা তালা উপজেলার ১১ ট ইউনিয়ন থেকে ৬৭ জন দলীয় প্রার্থীর আবেদন পেয়েছি যা সবগুলো জেলা আওয়ামী লীগের নিকট পাঠিয়ে দিয়েছি। 

উল্লেখ্য, গত ৩ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশের ৩৭১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়।

একুশেসংবাদ/শুভ/অমৃ