উখিয়া মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
আটককৃতরা হলেন, রামু খুনিয়াপালং পূর্ব গোয়ালিয়ার মৃত আজিম উদ্দিন এর ছেলে জাফর আলম (৩০) (মরিচ্যা বাজারের জাফর হার্ডওয়ারের মালিক), মোঃ জয়নাল (৩৮) রামু খুনিয়াপালংয়ের মীর আহম্মদ এর ছেলে ও রহিম উল্লাহ (২৬) একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে।
এসময় সাবেক ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ (৪০) নামে তাদের অপর আরেক সহযোগী পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (১০ মার্চ) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মরিচ্যা বাজারের দক্ষিণ ষ্টেশনের পাশ্বে জাফর হার্ডওয়ার দোকানের সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালায়। এসময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দাওয়া করে তাদেরকে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এই বিষয়ে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এতে আরো জানান, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।
একুশে সংবাদ/আ.ক/আ
আপনার মতামত লিখুন :