বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর-চান্দাইকোনা সড়কের চরখাদুলী চাপড় এলাকায় অগ্নিকান্ডে দুই ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন, উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদাইলহাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দিন সেখ ও একই গ্রামের আজিজুল হকের ছেলে শাহীন আলম। অগ্নিকান্ডে প্রত্যেক ব্যবসায়ীর প্রায় ৫ লাখ টাকা করে ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল ও শাহীন আলম চরখাদুলী চাপড় এলাকায় সেমিপাকা ঘরে দীর্ঘদিন ধরে মনোহরি সামগ্রীর ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তাদের অভাব অনটনের সংসারে উপার্জনের একমাত্র পথ মনোহরী ব্যবসা। অন্যান্য দিনের ন্যায় বুধবার রাতে ব্যবসা শেষে দোকানঘর বন্ধ করে তারা বাড়ীতে ফিরে যান। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মহুর্তের মধ্যে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ অর্থ সহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
একুশে সংবাদ/ই.হ/আ
আপনার মতামত লিখুন :