ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

রাঙ্গামাটিতে আবারো বন্যহাতির আক্রমণে পর্যটকের মৃত্যু


Ekushey Sangbad
রাঙ্গামাটি প্রতিনিধি
০৪:২৯ পিএম, ১১ মার্চ, ২০২১
রাঙ্গামাটিতে আবারো বন্যহাতির আক্রমণে পর্যটকের মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাঁচদিনের মাথায় ফের বন্য হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কাপ্তাই-আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অভিষেক পালসহ ৬জন বন্ধু মিলে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা হন। এমন সময় কাপ্তাই -আসামবস্তী সড়কের কামাইল্যাছড়ি আগরবাগান এলাকায় আসলে আকস্মিক বন্য হাতি আক্রমণ করে। এতে পাঁচ বন্ধু পালাতে পারলেও অভিষেক পালানোর সময় হাতি তাকে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় কাপ্তাই ফায়ার সার্ভিস তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যান।
নিহত অভিষেক পালের বন্ধু সাদমান সোবহান জানান, ৬ জন বন্ধু বৃহস্পতিবার সকালে কাপ্তাই প্রশান্তি পার্ক হতে সিএনজি যোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করলে সকাল ৯ টায় পথিমধ্যে দুটো হাতির মুখোমুখি হয়। তাঁর বন্ধু অভিষেক  বনের দিকে দোঁড়ে পালানোর সময় পেছনে পেছনে গিয়ে একটা হাতি তাকে পিষ্ট করে। নিহত অভিষেকের বাবা সুধাংশু বিকাশ পাল চট্টগ্রামের একটা পোশাক কারখানায় চাকরি করে। তাদের গ্রামের বাড়ী লক্ষীপুরের রামগঞ্জ হলেও তারা পরিবার পরিজন নিয়ে ফেনীর মাস্টার পাড়ায় বসবাস করে। অভিষেক পাল সহ তারা সবাই ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র।
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার ভোরে বন্যহাতির আক্রমণে ৪৫ বছরের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। এর পাঁচ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে অভিষেক নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
 

একুশে সংবাদ/এসএম