বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ছাত্রলীগের এক পক্ষের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ধুনট পৌরসভার বাজাজ শো-রুম এলাকায় উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
সভায় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম হোসেন সরকার, সহসভাপতি রেজাউল করিম দুলাল, কুদরত-ই-খুদা জুয়েল, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীল নাহার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রকিবুল হাসান বিদ্যুৎ, আওয়ামী লীগ নেতা হাসান আহমেদ জেমস, রফিকুল ইসলাম, জহুরুল ইসলাম বাবু, শাহ আলম তালুকদার, গোলাম মর্তুজা, মামুনুর রশিদ, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম মুঞ্জু, ইউপি চেয়ারম্যান হারেজ উদ্দিন আকন্দ, বগুড়া জেলা ছাত্রলীগ নেতা সাজু, মেহেদি, রবিউল, সেলিম, তাকবীর, মিখিলেজ, মিনহাজুল হক সজল, তোহা, মুকুল, সজীব, দিদার, জনি, জাহিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান প্রমুখ।
উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ধুনট শহরের মুজিব চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ আহব্বান করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। একই সময় একই স্থানে পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার পাল্টা বিক্ষোভ সমাবেশ আহব্বান করেন। ছাত্রলীগের দু’পক্ষের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে মুজিব চত্বর ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ফলে উক্ত স্থান পরিবর্তন করে এক পক্ষ বাজাজ শো-রুম এলাকায় সমাবেশ করেছে। তবে অন্য পক্ষ কোন প্রতিবাদ সমাবেশ করেনি।
একুশে সংবাদ/ই.হ/আ
আপনার মতামত লিখুন :