ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

গজারিয়া ইউনিয়ন আ.লীগের জনসভা


Ekushey Sangbad
পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
০৮:৫৭ পিএম, ১১ মার্চ, ২০২১
গজারিয়া ইউনিয়ন আ.লীগের জনসভা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  (১১ মার্চ) বিকেলে গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। 

গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, 

নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারি উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক আলাদ হোসেন শেখর, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহিন, গজারিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।

একুশে সংবাদ/সা/আ