ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


Ekushey Sangbad
ফরিদপুর প্রতিনিধি
০৯:১১ পিএম, ১১ মার্চ, ২০২১
নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১০ মার্চ) রাতে স্বামীর বাড়ি উপজেলার বানেশ্বরদী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা বেগম উপজেলার চরযোশরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের দুবাই প্রবাসি মোস্তফা শেখের স্ত্রী। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এলাকাবাসি জানায়,  মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মোল্যাকান্দী গ্রামের ইউনুস শেখের কন্যা ফাতেমা বেগম। ২০১৪ সালে পারিবারিক মতে বিয়ে হয় তাদের। মোস্তাকিন নামে ৬ বছরের এক পুত্র সন্তান রয়েছে তাদের।

মোস্তফা শেখের মা নাসিমা বেগম জানান, মোস্তফা বর্তমানে দুবাই আছে। বাড়ীতে কেউ না থাকার সুবাদে বুধবার সন্ধ্যার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা তার জানা নেই।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।


একুশে সংবাদ/না/আ