ভোলার লালমোহন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন অফিস সহকারী সাগর চন্দ্র দে। বৃহস্পতিবার বাদ আসর লালমোহন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
এসময় লিখিত বক্তব্যে সাগর চন্দ্র দে বলেন, লালমোহন জনস্বাস্থ্য প্রকৌশলের অফিস সহকারী হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন চাকুরি করেছেন তিনি। প্রায় ৩ মাস আগে দাপ্তরিক নিয়ামানুযায়ী মঠবাড়িয়া উপজেলায় বদলী হয় তার। বৃহস্পতিবার (১১ মার্চ) বরিশালের একপি পত্রিকায় “লালমোহনে জনস্বাস্থ্যের অফিস সহায়ক সাগরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ওই সংবাদটিতে তার কোন বক্তব্য নেয়া হয়নি, তবে লালমোহন জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহর বক্তব্য নেয়া হয়েছে। ওই বক্তব্যে মাসুম বিল্লাহ বলেছেন, অফিস সহায়ক সাগরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, ঘুষ গ্রহণসহ বিস্তর অভিযোগের প্রেক্ষিতে এ উপজেলা থেকে মঠবাড়িয়া উপজেলায় বদলী করা হয়েছে।
এমন অভিযোগ ভিত্তিহীণ উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে সাগর বলেন, লালমোহন থাকাকালীন সময়ে মাসুম বিল্লাহর অধিনস্ত থাকায় তাকে দিয়ে নলকূপের গ্রাহকদের কাছ থেকে পরিমানের অতিরিক্ত টাকা উত্তোলন, নলকুপ বিক্রি করা, নলকুপের পাটাতন করাতেন তিনি। এছাড়াও ভূয়া বিল ভাউচারে বিভিন্ন সময়ে সরকারের অর্থ লুটসহ সীমাহীন অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন মাসুম বিল্লাহ। তার অনিয়ম ও দুর্নীতির সাথে একাত্মতা প্রকাশে অনীহা থাকায় ক্ষিপ্ত হয়ে সাগরকে অন্যত্র বদলী করিয়েছেন। তবে সেটা দাপ্তরিকভাবে শাস্তিমূলক বদলী ছিলনা বলেও জানান সাগর।
মাসুদ বিল্লাহর বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকাসহ অনলাইনেও একাধিকবার সংবাদ প্রকাশ করা হয়েছে। এখন সে নিজের অপকর্ম, অনিয়ম দূর্নীতি ঢাকতেই অফিস সহকারীর কাঁধে দোষ তুলে দিতে চাইছেন বলেও অভিযোগ করেন সাগর।
এসময় তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লালমোহন জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী মাসুম বিল্লাহর বিরুদ্ধে তুলে ধরা অভিযোগগুলো খতিয়ে দেখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন অফিস সহকারী সাগর চন্দ্র দে।
একুশে সংবাদ/কা.ই.সু/আ
আপনার মতামত লিখুন :