শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে পারদর্শি হতে হবে। শুধু বই পড়ে শিক্ষা অর্জন করা সম্ভব না। পাঠ্য পুস্তকের বাইরে সহ-শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড চালু রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
১১ মার্চ বৃহস্পতিবার সকালে মোংলা সরকারি কলেজের আয়োজনে ফাদার রিগন লাইব্রেরি মিলনায়তনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল হোসেন প্রমূখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি উপজেলা পরিষদ চত্বরে হতদরিদ্র মানুষের মাঝে ত্রান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস প্রমূখ।
একুশে সংবাদ/ও/আ
আপনার মতামত লিখুন :