ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ইসলামী যুব আন্দোলন যুব সম্মেলন অনুষ্ঠিত 


Ekushey Sangbad
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
১১:৩৯ এএম, ১২ মার্চ, ২০২১
ইসলামী যুব আন্দোলন যুব সম্মেলন অনুষ্ঠিত 

নরসিংদীর পলাশে ইসলামী যুব আন্দোলনের উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ঘোড়াশাল বাজারের আই. এ. বি. মিলনায়তনে পলাশ উপজেলা যুব আন্দোলন শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের নরসিংদী জেলা শাখার সভাপতি আবু তাকি মুহাম্মদ আশরাফ আলী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সুলাইমান হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পলাশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন দলটির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মুহাম্মদ ইকরাম হোসেন, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন সফিউল্লাহ আদনান এবং সাধারণ সম্পাদকের পদ পান এইচ. এম. মারুফ।

দলটির উপজেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ দস্তগীর হামেদ-এর সভাপতিত্বে এবং ননবনির্বাচিত সভাপতি ইকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালিত হয়।


একুশে সংবাদ/সা.হো/আ