ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ককটেল মেরে প্রবাসীর বাড়িতে ডাকাতি


Ekushey Sangbad
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
০৪:৫৪ পিএম, ১২ মার্চ, ২০২১
ককটেল মেরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাশাপাশি ২ গ্রামে প্রবাসীর বাড়িতে ককটেল হামলা করে ডাকাতির খবর পাওয়া গেছে। এসময় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল বাড়ির লোকজনদের মারধর করে নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আজ শুক্রবার ভোররাত ৩ টা থেকে ৪ টার সময় উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর সিরাজ মিয়ার বাড়ি ও সাতপাড়া গ্রামের বারু ভুঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তবে সিরাজ মিয়ার বাড়ি থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে বারু ভুঁইয়ার বাড়িতে ডাকাতি করতে গেলে এসময় ডাকাতেরা পাল্টা প্রতিরোধের মুখে পড়ে। তখন অস্ত্রশস্ত্র ফেলে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬০), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৭) আহত হন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বারু মিয়ার ছেলে আহত নাঈম সাংবাদিকদের জানান, ভোররাত সাড়ে ৩ টার সময় ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পর পর চারটি ককটেল মেরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা বাধা দিলে ডাকাতরা তাদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তবে কোন মালামাল লুট করতে না পেরে দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়। এর আগে দ্বিজয়পুর গ্রামের সৌদি আরবফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে ৭৫ হাজার টাকা, ৫ টি মোবাইল, ৫ টি টর্চ লাইট, ৬ টি হাতগড়ি সহজ বিভিন্ন মালামাল লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের সব মালামাল তছনছ করে।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, খবর পেয়ে পুলিশ ভোর ৫ টায় ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনায় জড়িতদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।


একুশে সংবাদ/এ/আ