ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আমতলীর গ্রামাঞ্চল সরগরম  ইউপি নির্বাচনী উত্তাপে


Ekushey Sangbad
আমতলী (বরগুনা) প্রতিনিধি
০৫:০৯ পিএম, ১২ মার্চ, ২০২১
আমতলীর গ্রামাঞ্চল সরগরম  ইউপি নির্বাচনী উত্তাপে

বরগুনার আমতলী  উপজেলা শহর থেকে গ্রামাঞ্চল   সরগরম ইউপি নির্বাচনী উত্তাপে নির্বাচন কমিশন আগামী ১৮ মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ঘোষনা করেছেন।  এরই মধ্যে উপজেলার  ৬ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন  মাঠ  চষে বেড়াচ্ছেন ।

প্রার্থীরা নিজ নিজ এলাকার কর্মীবাহীনিদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য ছুটোছুটি ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন। একই সাথে নেতাদের সঙ্গে লবিং, তদবীর চালিয়ে আসছেন দলীয় মনোনয়নের আশায়। দলভিত্তিক ইউপি নির্বাচনদলীয় মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতায় গ্রাম-গঞ্জে ভোটের হাওয়ায় গরম হয়ে উঠেছে। উপজেলার ০৬ টি ইউনিয়নে খোজ নিয়ে জানাগেছে সব গুলোতেই শাসক দল আ’লীগের  একাধিক প্রার্থী নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

উভয় দলের সম্ভাব্য বেশ কয়েক জন প্রার্থীর সাথে আলাপ কালে তারা বলেন, দলীয় মনোনয়ন না পেলেও প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন।  সে জন্যেই দলীয় প্রতীক পেতে এলাকার নেতা-কর্মীর পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের হেভিওয়েট নেতাদের পিছনে দিন-রাত ধর্না দিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে ধনাঢ্য প্রভাবশালী প্রার্থীরা এলাকায় উন্নয়নের  প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামীলীগ থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন -১ নং গুলিশাখালী ইউনিয়নে  বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মো. নুরুল ইসলাম মিয়া , পৌর  আওয়ামীলীগের সহসভাপতি   অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম , উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. হারুন অর রশিদ মোল্লা , সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস সোবহান লিটন, উপজেলা যুবলীগের সদস্য মো. আছাদ মৃধা। স্বতন্ত্র মো. এনায়েত করিম মুরাদ। উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম  আহবায়ক   শাহ মুহাঃ সুমন রশিদ ।

২নং কুকুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান  আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন তালুকদারের ছোট ভাই মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, সাবেক চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু (স্বতন্ত্র) বীর মুক্তিযোদ্ধা গাজী মো. দেলওয়ার হোসেন, কুকুয়া  ইউনিয়নে জনপ্রিয়তার দিক দিয়ে একচ্ছত্রভাবে  বর্তমান চেয়ারম্যান  আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম নিজাম উদ্দিন তালুকদারের ছোট ভাই মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার এগিয়ে রয়েছেন এলাকার ভোটাররা জানান । 

৩ নং আঠারগাছিয়া ইউনিয়নে  আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী  সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. জহিরুল ইসলাম খোকন মৃধা, বর্তমান চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেক তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সোহেল সালাম মোল্লা, সম্পাদক মো. হাবিবুর রহমান।

৪ নং হলদিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগেরযুগ্ম সাধারন সম্পাদক  মো. সহিদুল ইসলাম মৃধা, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক , আওয়ামীলীগ নেতা দিলসাদ পারভেজ মাহবুব রিপন তালুকদার , মরহুম ইউপি চেয়ারম্যান সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ বিশ্বাসের পুত্র মো. জাকির হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের  আইন বিষয়ক সম্পাদক  এ্যাডঃ মো. মনিরুজ্জামান মনি।

৫ নং চাওড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক উপজেলায় সফল চেয়ারম্যান বলে খ্যাত  মো. আখতারুজ্জামান বাদল খান।, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক  সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার,  উপজেলা আওয়ামীলীগ নেতা মো. হারুন অর রশিদ , যুবলীগ নেতা নিপু হাওলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আলমগীর হোসেন মোল্লা ।

এক সময়ের বিএনপি নেতা  সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাডঃ মো. মহসিন হাওলাদার স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে লড়বেন বলে জানা যায় । চাওড়া ইউনিয়নে জনপ্রিয়তার দিক দিয়ে একচ্ছত্রভাবে বর্তমান চেয়ারম্যান বাদল খান এগিয়ে থাকায় চেয়ারম্যান পদটি আওয়ামীলীগের সুনিশ্চিত বলে সাধারন ভোটাররা মনে করছেন।

৭ নং আরপাঙ্গাশিয়া ইউনিয়নে  সাবেক ইউপি  ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (স্বতন্ত্র) আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন মরহুম আওয়ামীলীগ নেতা দেওয়ান মজিবুর রহমানের পুত্র উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জাহিদ দেওয়ান, মরহুম সাবেক ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকারের  স্ত্রী সোহেলী পারভীন মালা, বরগুনা বারের আইনজীবি   অ্যাড: হুমায়ুর কবির বাচ্ছু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা  মো. জাফর হোসেন বিশ্বাস, ও মো. হুমায়ুন কবির  হাওলাদার, । তুনমূললীগ সভাপতি ইব্রাহিম খলিল সজল মোল্লা।


একুশে সংবাদ/সা.খো/আ