ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নিঁখোজ দুই বাংলাদেশি ফিরলেন ভারত থেকে


Ekushey Sangbad
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
০৫:৫২ পিএম, ১২ মার্চ, ২০২১
নিঁখোজ দুই বাংলাদেশি ফিরলেন ভারত থেকে

দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার(৩২) ও শায়েস্তারা বেগম(৫১) নামে দুই বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন। 

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরেন। সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শায়েস্তারা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের বাসিন্দা তার স্বামীর বাড়ি কসবা উপজেলায়। সমীর কুমার প্রায় ৮ বছর, শালিনতারা ১৩ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।আগরতলা পুলিশ তাদের আটক করার পর জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা মানসিক রোগী পরে তাদেরকে ভারতের মর্ডান সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসা করানো হয়।ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুইজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুইজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।

এ সময় ভারতের ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার যোবায়েদ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম,সমাজ কর্মী খায়রুল আলম,আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহম্মেদ নিজামীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/এ/আ