ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

গুলিশাখালী  ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নুরুল ইসলাম


Ekushey Sangbad
আমতলী(বরগুনা) প্রতিনিধি
০৮:৫২ পিএম, ১২ মার্চ, ২০২১
গুলিশাখালী  ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নুরুল ইসলাম

আসন্ন আমতলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুলিশাখালী  ইউপিতে তৃনমূলে জনপ্রিয়   আমতলী  উপজেলা আওয়ামীলীগের সদস্য গুলিশাখালী  ইউনিয়ন পরিষদের  বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া 

নির্বাচন কমিশন  তফসিল ঘোষণার পর উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিক্রি সংক্রান্ত  আহবায়ক বাবু রণজিৎ কুমার শীল এর হাত গত বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে মনোনয়ন ক্রয় করেন বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া।

বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া কে   চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। আওয়ামী লীগের রাজনীতিতে নিবেদিত প্রাণ, তৃনমূল নেতাকর্মীদের আস্থার প্রতীক হিসাবে ব্যাপক জনপ্রিয় এ নেতা।

বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এলাকায়  একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। তার এলাকায়  দলীয়  লোকজন ছাড়া ও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসাযী , সুশীল সমাজ, জেলে, মুচি, হিন্দু সম্প্রদায , সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি।

সব মানুষের কাজ করে থাকেন তিনি। কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে  যায়  না। তিনি জনসেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। ফলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক পেলে খুব সহজেই বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনে করেন এলাকার জনগণ।

বর্তমান  চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলাম মিয়া  বলেন, মাদক মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা, পেশা না। তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে, সারা জীবন মানুষের পাশে থেকে গণমানুষের কাজ করব। চাওড়া  ইউনিয়নকে  আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব  আল্লাহর রহমতে ।

একুশে সংবাদ/সা.খো/আ