ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

মাদকের বিরুদ্ধে জনগণকে জিহাদ ঘোষণার আহ্বান গোপালগঞ্জ সদর থানার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৯:৫০ এএম, ১৩ মার্চ, ২০২১
মাদকের বিরুদ্ধে জনগণকে জিহাদ ঘোষণার আহ্বান গোপালগঞ্জ সদর থানার

গোপালগঞ্জে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ জনসচেতনতা মুলক প্রচারনা শুরু করেছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম গতকাল শুক্রবার গোপালগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত কোট মসজিদে জনসচেতনতা মুলক বক্তব্য রাখেন। 

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম তার বক্তাব্যে বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীকে সরকার আপনাদের সেবায় নিয়োজিত করেছে। আমরা আপনাদের সেবায় সদা প্রস্তুত আছি। আপনাদের সেবার মান বাড়াতে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা পুলিশকে সহযোগিতা করেন পুলিশ আনাকে উন্নত মানের সেবা দিবে। তিনি তার বক্তব্যে বলেন,  ইতোমধ্যে আপনার জেনেছেনিআপনাদের সেবার মান বাড়াতে বিট পুলিশিং কাযক্রম শুরু হয়েছে। আমারা চাই মানুষ তার প্রয়োজনে যেন দ্রুত পুলিশি সেবা পায়। আপনাদের তড়িত প্রয়োজনে বিট পুলিশের সহায়তা নেন। তিনি স্থানীয়দের কিশোর গ্যাং সম্পর্কে ধারণা দেন  কিশোর গ্যাং থেকে তাদের সন্তানদের সাবধান রাখার পরামর্শ প্রদান করেন।  তার বক্তব্যে বলেন আপনাদের  নস্তান কোথায় যায় , কার সাথে আড্ডা দেয় বা মেলামেশা করে তার খোজ রাখবেন।  আপনার যদি মনে হয় আপনার সন্তান অন্যায় পথে চলে যাচ্ছে আপনি পারিবারিকভাবে আপনার সন্তানকে শাসন করেন। যদি প্রয়োজন মনে করেন পুলিশের সহায়তা দরকার আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের যথাযথ সহায়তা করবো আপনার সন্তান সুপথে ফেরানোর জন্য।  

তিনি তার বক্তব্যে আরো বলেন, মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। আপনার সন্তান বা আপনার প্রতিবেশি যদি মাদক খায় বা মাদক নেয় সে কিন্তু নিজেও ধ্বংস হচ্ছে তার সাথে অন্য দশজনও ধ্বংস হচ্ছে।মাদক যেন সমাজ থেকে চিরতরে নির্মুল হয়। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আনাদের সহযোগিতা পেলে আমারা আপনাদের একটা মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারবো। 

তিনি ভাড়া বাড়ির মালিকদের উদ্দেশ্যে বলেন আপনার দেখে শুনে ভালো করে জেনে বাড়ি ভাড়া দিবেন। বাড়ি ভাড়া ফরম সংগ্রহ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করবেন এবং থানায় জমা দিবেন। এতে করে আপনাদের বাড়ি ভাড়া সংক্রান্ত যে কোন জটিলতায় বা বিপদের পুলিশ আপনাদের সহযোগিতা করতে পারবে। কোন অপরাধি বা দুস্কৃতিকারি যেন আপনার বাসায় আশ্রয় না নেয়। তাতে আপনারাও ভবিষ্যতে বড় ধরণের ঝামেলা হতে সহজে সমাধান পাবেন।

তিনি আরো বলেন, আমরা কোন কর্মকান্ডে দূর্নামের ভাগিদার হবো না। পুলিশ মানুষের সাথে খারাপ ব্যবহার করবে এটা আমরা শুনতে চাই না। যদি গোপালগঞ্জ থানার কোন পুলিশ সদস্য যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আনারা উদ্ধতন কতৃপক্ষকে জানান। থানায় গেলে যে কোন পুলিশী সহায়তায় আপনার কাছে কেউ কোন টাকা বা স্বার্থ চাবেনা। কেউ যদি আপনার কাছে টাকা চায় সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি আপনাদের সাথে আছি, আমি ব্যবস্থা নিব। এমনকি আমি যদি আপনাদের কাছে কখনো কোন প্রয়োজনে টাকা চাই আপনারা পুলিশ সুপারসহ আমার যে কোন উর্দ্ধতন কতৃপক্ষকে জানাবেন। আমার কোন আপত্তি থাকবেনা। 

তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও স্থানীয়দের সহায়তা কামনা করেন। বলেন, আপনার এলাকায় যদি কোন অপরিচিত সন্দেহজনক লোকের চলাফেরা দেখতে পান তাৎক্ষনিকভাবে পুলিশকে সংবাদ দিবেন। তিনি আরো বলেন আপনার পুলিশী সহয়তার জন্য যে কোন প্রয়োজনে থানায় যাবেন পুলিশ আপনাকে সেবা দেবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। পুলিশ আপনার বন্ধু। আমরা জনগণের সেবা দিতে চাই। সব শেযে তিনি সকলের মঙ্গল কামনা ও নিরাপদ জিবনের প্রত্যাশা রেখে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

একুশেসংবাদ/মুন্সী/অমৃ