ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

পলাশ থানার ওসি‍‍`র জনসচেতনতামূলক প্রচারণা 


Ekushey Sangbad
পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
১০:২৪ এএম, ১৩ মার্চ, ২০২১
পলাশ থানার ওসি‍‍`র জনসচেতনতামূলক প্রচারণা 

ঢাকা রেঞ্জের প্রতিটি থানার ন্যায় ১২ মার্চ শুক্রবার নরসিংদী জেলার প্রতিটি থানা এলাকার মসজিদে জুম্মার নামাজের খুতবার পূর্বে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো হয়েছে। 

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন পলাশ থানার ঘোড়াশাল বাজার মসজিদে প্রচারণা চালিয়েছেন। এসময় উপস্থিত মুসল্লীদের কাছে পুলিশ সদস্যরা যেন সুস্থ থেকে সঠিকভাবে ও সততার সাথে জনগণের সেবা করতে পারে সেই দোয়া চান তিনি।

তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু, যেকোনো সমস্যায় তাদের সহযোগিতা করা পুলিশের কর্তব্য। জরুরী সেবা পেতে থানা পুলিশকে অথবা ৯৯৯-এ কল করার অনুরোধ জানান। এছাড়া ভাড়াটিয়া, সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদ, নারী নির্যাতন, সুদ ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দেবার জন্য আহ্বান জানান। 

মাদকের ক্ষেত্রে জেলা পুলিশের জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীসহ যেকোনো ধরনের অপরাধী সম্পর্কে তথ্য প্রদান করলে তথ্য দাতার নাম পরিচয় গোপন রাখা হবে বলেও বক্তব্য প্রদানকারীরা জানান। সাইবার ক্রাইম রোধে জেলা পুলিশের কঠোর নজরদারির কথা উল্লেখ করা হয়।

মসজিদে বক্তব্যে কর্মকর্তারা জানান, প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে যার মাধ্যমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের বিশেষ সেবা প্রদান করা হয়। তারা আরো জানান যে, থানায় যেকোনো ধরনের সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। 

উল্লেখ্য, ঢাকা রেঞ্জের প্রতিটি থানায় শুক্রবার জুম্মার নামাজের খুতবার পূর্বে সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ এবং থানার এসআইগণ জনসচেতনতামূলক বক্তব্য রাখেন।

একুশে সংবাদ/ সা.হ / এস