কক্সবাজারের খুটাখালী থেকে অপহৃত মোঃ আবু সাইদ (২১) নামে এক যুবককে ৫দিন পর (১১ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়া থেকে উদ্ধার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপহরণকারীর দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) রাতে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, ১১ মার্চ আব্দুল খালেক নামে এক ব্যক্তি আমাদেরকে অভিযোগ করে জানান কয়েকজন অপহরণকারী তার ছেলে মোঃ আবু সাইদকে খুটাখালী থেকে গত ৭ মার্চ অপহরণ করে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে মুক্তিপন হিসেবে ৫ লক্ষ টাকা দাবি করে অন্যথায় তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উখিয়া পালংখালী ইউনিয়নের পূর্ব ফাড়ির বিল এলাকার মোঃ নুরুর বসত বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত আবু সাইদকে উদ্ধার করে এবং র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় শহিদুল ইসলাম (১৯) ও ছলেমা খাতুন (৪৪) কে আটক করে। এসময় তাদের সঙ্গীয় নুরুসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন দৌড়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, অপহৃত যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। চিকিৎসা শেষে ভিকটিম নিজে বাদী হয়ে গ্রেফতার ও অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন।
সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী পলাতক অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।
একুশে সংবাদ /আ.কি / এস
আপনার মতামত লিখুন :