নাটোরের লালপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচনে আর বাকি ১ দিন। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। রাত জেগে পোষ্টার লাগানো নিয়ে শেষ সময়ে ব্যস্ত রয়েছে প্রার্থীরা।
আগামী ১৫ই মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ২০জন প্রার্থী । এর মধ্যে সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার লালপুর প্রতিনিধি সাহীন ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রত্রিকার মোয়াজ্জেম হোসেন সহ মোট ৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বাকি ৬ টি পদের জন্য লড়বেন ১৩ জন প্রার্থী। এরমধ্যে সবার চোখ এখন সভাপতি পদে। এই গুরুত্বপূর্ণ পদে লড়বেন তিন জন।
এদিকে, গতকাল মঙ্গলবার ২মার্চ উপজেলা প্রেসক্লাবে নির্বাচন ঘিরে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার লালপুর উপজেলা শিক্ষা অফিসার সাদ আহমেদ শিবলী।
সভাপতি পদে সিনিয়র সাংবাদিক ও দৈনিক উওর বঙ্গবার্তার স্টাফ রিপোটার আব্দুর রশিদ মাস্টার বই প্রতীক,৭১ টিভির লালপুর সংবাদদাতা ও লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান দোয়াত কলম প্রতীক , দৈনিক আজকের খবর এর লালপুর সংবাদদাতা সালাহ উদ্দিন কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক পদে ফজলুর রহমান কম্পিউটার, ফারহানুর রহমান রবিন ক্যামেরা, আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোন, সাংগঠনিক সম্পাদক পদে ইনতাজ আলী আম, আল সিফাত কলা, অর্থ সম্পাদক পদে আসিরুল ইসলাম চেয়ার, আশরাফুল ইসলাম মামুন টেবিল, দপ্তর সম্পাদক পদে জামিল হোসেন শাপলা, মেহেদী হাসান সূর্যমূখী প্রতীক বরাদ্দ পেয়েছেন।
একুশে সংবাদ/ এস.ই / এস
আপনার মতামত লিখুন :