ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জয়পুরহাট
০২:৪৮ পিএম, ১৩ মার্চ, ২০২১
ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকার একটি ভুট্রা ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ মার্চ) ভোরে আটাপাড়ার রেলগেট সংলগ্নের একটি ভুট্টার ক্ষেত থেকে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,আজ ভোরে কয়েকজন পথচারী ওই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পাঁচবিবি থানা পুলিশকে খবর দিলে কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি তবে তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

একুশে সংবাদ/ নি.দ / এস