ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

ড্রিম স্কয়ার রিসোর্টের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৫:৫২ পিএম, ১৩ মার্চ, ২০২১
ড্রিম স্কয়ার রিসোর্টের সংবাদ সম্মেলন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২নং গাজীপুর ইউনিয়নের আজুগীচালা গ্রামে ড্রিম স্কয়ার রিসোর্ট নিজস্ব কার্যাললে ১৩ মার্চ (শনিবার) মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড্রিম স্কয়ারের মালিকের পক্ষে নুর আলম সিদ্দিকী বাবু (জনসংযোগ রক্ষাণাবেক্ষণ) ড্রিম স্কয়ার ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ড্রিম স্কয়ার রিসোর্ট বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত পর্যটন কেন্দ্র। সাপ্তাহিক একটি পত্রিকা আমাদের সুনাম ক্ষুন্ন করার জন্য ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করেছে। বৈধ সমস্ত কাগজ পত্রের ভিত্তিতে জমি ক্রয় করে ড্রিম স্কয়ার রিসোর্টটি গড়ে তুলেছেন বাংলাদেশের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন। 

সুনাম নষ্ট করার জন্য একটি মহল উঠে-পড়ে লেগেছে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রিম স্কয়ার রিসোর্টটি আমরা সঠিক ভাবে পরিচালনা করে মানুষের সেবাসহ সরকারি রাজস্ব সঠিক সময় পরিশোধ করি, কোন প্রকার রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে যুক্ত নয় এই প্রতিষ্ঠান। 

রুহুল আমিন নামে একব্যাক্তি আমাদের মিথ্যা তথ্য প্রদান করে অন্যের জমি ভুয়া কাগজের মাধ্যমে আমাদের কাছে বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আমাদের নজরে আসে । এরই মধ্যে খোলা বায়না দলিলের মাধ্যমে ৭৫% টাকা পরিশোধ করে ফেলি । কাগজপত্র সঠিক ও নিষ্কণ্ট জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য রুহুল আমিনকে অনুরোধ করি।

কিন্তু রুহুল আমিন নানা প্রকার তালবাহানা শুরু করে, এক পর্যায়ে রুহুল আমিন পুরো টাকা দেওয়ার জন্য আমাদের ওপর নানা রকম চাপ দিতে থাকেন । রুহুলকে রেজিস্ট্রি ছাড়া কোনো প্রকার টাকা দিতে অস্বীকৃতি জানায় এরপর রহুল আমিন বিভিন্ন প্রকার সন্ত্রাসী ভয়-ভীতি দেখাতে থাকে।

আমরা জানতে পারি উক্ত জমির বিরুদ্ধে প্রকৃত মালিক বিজ্ঞ আদালত ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে নিষেধাজ্ঞা জারী করেছেন। 

এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হেডকোয়াটারে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে এবং শ্রীপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে শ্রীপুর থানা প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে নির্দেশ প্রদান করে। কিন্তু পাঁচ দফায় সালিশি বৈঠকে তারা তাদের উপযুক্ত কাগজপত্র দাখিল করতে পারেননি । 

রুহুল আমিন আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান নষ্ট করার জন্য মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার সহযোগিতা করেছে। যা সম্পন্ন মিথ্যা বানোয়াট তথ্যবিহীন সংবাদ,এর সাথে সন্ত্রাসী প্রতারক রুহুল আমিনের অত্যাচার থেকে আমাদের প্রতিষ্ঠানকে মুক্ত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন ।

একুশে সংবাদ/ টি.সা  এস