পাইকগাছায় বিদ্যুতের মিটার লাগানো টাকা চাইতে গেলে মিস্ত্রী ও তার গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বাড়ীর মালিক। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে আটটায় উপজলের মটবাটি গ্রামে। এঘটনায় পাইকগাছা থানায় অভিযোগ হয়েছে।
জানা গেছে, মটবাটি গ্রামের তাপস ব্যানার্জি পেশায় একজন ইলিকট্রিক মিস্ত্রী। সে মটবাটি গ্রামের মনোরঞ্জন মন্ডলের (খোকন) এর বাড়িতে প্রায় ২০ দিন আগে বিদ্যুতের মিটার লাগিয়ে দেয়। মিটার লাগানোর পর টাকা চাইলে ওয়াদা করতে থাকে।
শনিবার সকালে তার বাড়িতে গিয়ে পাওনা টাকা চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে খোকন মন্ডলের ছেলে গোপাল, তুষার ও গোপালের স্ত্রী পারুল, তুষারের স্ত্রী শ্রাবন্তী সহ আরো অনেকে মিস্ত্রীকে মারপিট করতে থাকলে বাবলু ব্যনার্জির স্ত্রী রূপালী রায় ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। এ ঘটনায় বাবলু বাদী হয়ে পাইকগাছা থানায় অভিযোগ করেছে।
একুশে সংবাদ/ বা.আ / এস
আপনার মতামত লিখুন :