বাগেরহাটের ফকিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ শেখ রাসেল স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট্টাকা স্পোটিং ক্লাব বনাম আট্টাকী যুব সংঘের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলে আট্টাকা স্পোটিং ক্লাবকে পরাজিত করে আট্টাকী যুব সংঘের চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোল রক্ষক জিয়াউর রহমান জিয়া। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহম্মেদ, সহযোগি ছিলেন মনির ঢালী, শেখ জসিম উদ্দিন ও লিপন বিশ্বাস।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক।
উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা ও অফিসার ইনচার্জ আবু সাঈদ মো: খায়রুল আনাম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, মো: রেজাউল করিম ফকির, সহকারি অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম প্রমূখ।
একুশে সংবাদ / মে.ন / এস
আপনার মতামত লিখুন :