শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শনিবার বিকেলে ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ধানশাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হারুন উর রশিদ, আব্দুল হালিম, প্রচার সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। বর্ধিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৫জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
এসব প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, জাকির হোসেন, তৌফিকুর রহমান(এনামুল) মো. হায়দার আলীও আব্দুল আজিজ। এ বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।
একুশে সংবাদ/হে/আ
আপনার মতামত লিখুন :