ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

সেনবাগ উপজেলায় ইটভাটার মালিকদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
১০:২৭ এএম, ১৪ মার্চ, ২০২১
সেনবাগ উপজেলায় ইটভাটার মালিকদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ

বিভিন্ন রোগে আক্রান্ত এলাকাবাসী,নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় ৩৮টি ইটভাটায় সরকারী বিধি লঙ্ঘন করে পোড়ানো হচ্ছে ইট।ইটভাটার কালো ধোঁয়া ও উত্তাপ বাড়ী-ঘরে ছড়িয়ে পড়েছে।উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে ইটভাটা মালিকরা সরকারী বিধি লঙ্ঘন করে ভাটায় কয়লার সাথে কাঠের টুকরা, তেলের গাদ, বোতামের গুড়া, অধিক উত্তাপের জন্য রাসায়নিক বর্জ্য ও প্লাষ্টিক মিশিয়ে ইট পোড়ানো হচ্ছে।এতে এলাকাবাসী বিভিন্ন কঠিন-জটিল রোগে আক্রান্ত হচ্ছে।তারমধ্যে, এ্যাজমা, হাপানি, জ্বর-সর্দি উল্লেখ যোগ্য।

এছাড়া, ২০১৮-১৯ সালে ছাতারপাইয়া ইউনিয়নে ফুসফুস ও লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে ২০০ মানুষ, মাতৃগর্ভে মৃত্যু বাড়ছে উদ্বেগ জনক ভাবে।এসব বিষয়ে বিভিন্ন স্হানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশের পরও পরিবেশ অধিদপ্তর  ও স্হানীয় উপজেলা ও জেলা প্রশাসন রহস্যজনক ভাবে নিরব ভূমিকা পালন করে আসছে।প্রতিটি ইটভাটায় লাখ-লাখ ঘনফুট মাটির স্তুপ দেখা যাচ্ছে। প্রতিনিয়ত সেনবাগের বিভিন্ন এলাকায় স্কেভেটর, ভেকু দিয়ে আবাদি ফসলী জমি থেকে মাটি কেঁটে  ট্রলি, পাওয়ার টিলার যোগে মাটি নিয়ে যাচ্ছে ইটভাটায়। মাটির ট্রাকটর বহন করায় কাঁচা-পাকা রাস্তা গুলো বিভিন্ন স্হানে চড়-বাকড় উঠে গিয়ে বড়-বড় গর্তে পরিণত হয়েছে।

ইটপ্রস্তুুত_ও_ভাটা_স্হাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুযায়ী বছরে একাধিক কৃষিপণ্য উৎপাদন হয় এমন জমি, বসত বাড়ী থেকে ২ কিলোমিটার দুরত্বের মধ্যে ও আবাসিক এলাকায় ইটভাটা স্হাপন করা যাবে না বলে আইন থাকলেও এই উপজেলায় আইনের তোয়াক্কা না করে বীরদর্পে ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছে প্রায় দেড় যুগ।অভিযোগ উঠেছে এসব ইটভাটার মালিক সিণ্ডিকেটের মাধ্যমে ক্রেতাদের কাছে উচ্চ মূল্যে ইট বিক্রি করছে। অতিরিক্র দামে ইট বিক্রি করেও ভাটা মালিকরা বছরের পর বছর ছোট আকারের ইট তৈরি করে ক্রেতাদের ঠকাচ্ছে।

নির্মান সামগ্রী হিসাবে ইট তৈরির জন্য বিএসটিআই নির্ধারিত নিয়মে প্রতিটি ইটের দৈর্ঘ্য ২৪ সেণ্টিমিটার, প্রস্হ ১১,৫০ সেণ্টিমিটার, ও উচ্চতা ৭ সেণ্টিমিটার থাকার কথা। অথচ সেনবাগের বিভিন্ন ইটভাটায় ইটের সাইজ বিভিন্ন রকমের। নিন্ধারিত মাপের ইট কোথাও নেই।উপরোক্ত বিষয় নিয়ে সেনবাগ উপজেলা ও জেলা প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছি।

একুশেসংবাদ/লিটন/অমৃ