ফেব্রয়ারি মাসের সার্বিক কর্ম মূল্যায়নে ২য় বারের মত দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে।সেই সাথে শ্রেষ্ঠ বিট অফিসার নির্বাচিত হয়েছেন ঘোড়াঘাট থানার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়ন বিটের বিট অফিসার সাব ইন্সপেক্টর ফজলার রশিদ।
শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় ঘোড়াঘাট থানাকে জেলার শ্রেষ্ঠ থানা ও ঘোড়াঘাট থানায় কর্মরত এস আই ফজলার রশিদকে শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে নির্বাচিত করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।
ওই সভায় ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং সকল ইউনিটের পুলিশ সদস্যদের জন্য কল্যাণমূলক দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।
সভায় দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম এবং হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) মিথুন সরকার স্যারদ্বয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বলেন, এই পুরস্কার ঘোড়াঘাটবাসী ও ঘোড়াঘাট থানায় কর্মরত সকল অফিসার ফোর্সের অর্জন। এই পুরস্কার আমার অফিসার ফোর্স এর কর্মস্পৃহাকে আরো বেগবান করে তুলবে। ঘোড়াঘাট থানা জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় থানা অফিসার ইনচার্জ আজিম উদ্দিন কে ধন্যবাদ জানান ঘোড়াঘাট উপজেলার সুশীল সমাজের লোকজন।
একুশে সংবাদ/ ম. মো/ এস
আপনার মতামত লিখুন :