গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে যাচ্ছে শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এ ব্যাপারে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।
কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক আজ সকালে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে বিশ্বের সর্ববৃহৎ ক্রপ ফিল্ড মোজাইক শস্যচিত্রে বঙ্গবন্ধু মাঠ পরিদর্শন করেন।
পরে সাংবাদিক ব্রিফিংকালে কৃষিমন্ত্রী বলেন এই শিল্প কর্মের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে অনুপ্রানিত করবে বঙ্গবন্ধুর এই শস্যচিত্র।
পরে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি মন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান,কৃষি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলামসহ কৃষি মন্ত্রনালয়ের উর্ধতন কর্মকর্তাগণ ও স্হানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু।
প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করেছে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ’। এটি বাস্তবায়ন করছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপ অব কোম্পানিজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামসংলগ্ন আমিনপুর ও কেশবপুর মাঠে ১০০ বিঘা জমির ধানখেতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।
গিনেস বুকের স্বীকৃতি পেতে ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। ২৬ মার্চের আগেই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় প্রতিকৃতি ফুটিয়ে তোলার সনদ মিলবে বলে আশা করছেন উদ্যোক্তারা। সবকিছু ঠিক থাকলে ২৬ মার্চ শেরপুরের আমিনপুর মাঠেই উদযাপন করা হবে আনন্দ উৎসব। এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানাবেন আয়োজকেরা।
একুশেসংবাদ/অমৃ
আপনার মতামত লিখুন :