অল্পের জন্যে একটা বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো দাউদকান্দির চাঁদগাঁও গ্রামের বাসিন্দারা।
আজ রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের উত্তর পাশের সড়কে আলু বোঝাই একটি মিনি ট্রাক ঘুরানোর সময় খন্দকার সানাউল্লাহ মিয়ার গ্যাস রাইজারে আঘাত করে। এতে বিকট শব্দ করে গ্যাস বের হতে থাকে। আতংকিত এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলেও দাঁড়িয়ে থাকা ছাড়া কিছুই করতে পারছিলেন না। পরে স্থানীয় যুবক আলামিন রেন্ছ নিয়ে সাহস করে গিয়ে গ্যাস বের হওয়া বন্ধ করতে সমর্থ হন।
পাশেই বিদ্যুতের খুঁটি এবং অনেক ঘর-বাড়ি রয়েছে। পাশের দোকানদার ব্যবসায়ী আবদুল মতিন বলেন, "আজকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন তা না হলে কী-যে হতো মাথায়ই আসেনা।"
স্থানীয় লোকজন চালককে আটকালেও সে ক্ষমা চেয়ে এবং ক্ষতিপূরণ দিয়ে চলে যায়।
শিক্ষক বদিউল আলম বাবুল বলেন, "আসলে আমাদের সকলকেই আরও সচেতন হতে হবে। এভাবে একটা রাইজার খোলা রাখাটাও যেমন ঠিক নয় আবার গাড়ী চালানোর সময়ও এতোটা তাড়াহুড়ো করে চালানো ঠিক নয়।
প্রায় সর্বক্ষেত্রেই আমরা আগে থেকে সাবধানতা অবলম্বন করিনা। যে কোন দূর্ঘটনা ঘটার পর আমরা কিছুটা সাবধান হই ক'দিন পরেই বেমালুম তা ভুলে যাই।
একুশে সংবাদ / কা.চ / এস
আপনার মতামত লিখুন :