ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

আইইডি‍‍`র আয়োজনে বিকাশে প্রশিক্ষণের উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, শেরপুর 
০৪:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২১
আইইডি‍‍`র আয়োজনে বিকাশে প্রশিক্ষণের উদ্বোধন

জেলার শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ১৪ মার্চ রবিবার ৩ দিনব্যাপী সকালে উদ্বোধন করা হয়েছে নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ। 

পাকুড়িয়া ইউনিয়নের বাদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০জন অনুর্ধ্ব ৩০ বছর বয়সী যুব নর-নারী ৩ দিনের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

উদ্বোধনী প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী। 

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,'সমাজ, দেশ তথা মানবজাতির উন্নয়নে নেতৃত্ব গুণ বিকাশের কোন বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের নেতৃত্ব গুনে বিকশিত হওয়া জরুরি, এছাড়াও সামাজিক অসংগতি ও অসামাজিক কার্যকলাপ বন্ধে এবং সমাজকে সচেতন করতে ইউনিয়ন পরিষদের চেয়েও শক্তিশালী ভূমিকা পালন করে যুব সমাজ। তাই যুবদের নেতৃত্ব বিকাশের এই আয়োজনকে আমি স্বাগত জানাই।' 

উদ্বোধনী অনুষ্ঠানে আইইডির পাকুড়িয়া ইউনিয়ন সমন্বকারী সোলায়মান আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আইইডি'র প্রোগ্রাম অফিসার শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বাদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীথিকা রানী ভৌমিক, সাংবাদিক নাজমুল হোসাইন প্রমুখ। 

আইইডি'র প্রোগ্রাম অফিসার শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল আমাদের জানান, ইউকে এইডের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আইইডি শেরপুরের ৬ টি ইউনিয়ন ও শেরপুর পৌরসভায় প্রায় ৫ হাজার অনুর্ধ্ব ৩০ বছর বয়সী যুব নর নারীদের নিয়ে ইয়ুথ এজ চেঞ্জ এজেন্ট ফর সোসাল কোহেশন প্রজেক্ট পরিচালনা করছে। যার মূল উদ্দেশ্য তাদেরকে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা। তারই অংশ হিসেবে এবছর প্রতিটি ইউনিয়নের ২০ জন যুব নর নারীদের নিয়ে ৩ দিনের নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

আইইডির প্রকল্প সমন্বয়কারী মানিক পাল ও প্রোগ্রাম অফিসার শাহ মুহাম্মদ ইমতিয়াজ চৌধুরী শৈবাল এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন।

একুশে সংবাদ/ মু.আ.লে /এস