গতকাল (১৩ মার্চ) রাত্রিতে বাঘা পৌরসভার চকছাতারী গ্রামে (১ নং ওয়ার্ড) অগ্নিকান্ডের ঘটনায় শত বছরের বৃদ্ধ সমসের মন্ডলের বসত ঘর পুড়ে যায়।
আজ দুপুর ১২টায় অসহায় সেই পরিবারের প্রতি "বাংলাদেশ মানবাধিকার কমিশন" (BHRC) বাঘা উপজেলা শাখা`র পক্ষ থেকে কিছু নিত্য পন্য ( চাল,ডাল, ময়দা, তৈল,আলু, পেঁয়াজ, মরিচ, ডিমসহ কাঁচা তরিতরকারি ইত্যাদি ) দিয়ে সহযোগিতা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, BHRC- বাঘা শাখার সভাপতি মানবতাবাদি শেখ মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী সভাপতি, মোহাঃ আসলাম আলী এবং সাধারন সম্পাদক, মোঃ শাহানুর আলম বাবু।
এই অসহায় বৃদ্ধ দম্পতিকে হেফাযত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। তারা বলেন, প্রত্যেক মানুষ যেন অবশ্যই , অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মনমানসিকতা বৃদ্ধি করতে হবে।তাহলেই আমরা একটি মানবিক বাংলাদেশ পাব।পৃথিবীর উচ্চ শিখরে থাকবে বাংলাদেশের নাম।আমরা গর্ব করে বলতে চাই আমরা বাংলাদেশী।
একুশে সংবাদ/ র.ফ / এস
রিপোর্ট ঃ রাফি।
আপনার মতামত লিখুন :