মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের আয়োজনে দেশীয় তামাক শিল্প রক্ষায় তামাক শিল্পের প্রাণ চাষীদের সুরক্ষা এবং বিদেশি কোম্পানীর আগ্রাসনের হাত থেকে শতভাগ দেশীয় মালিকানাধীন তামাক শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে ১৪ মার্চ (রবিবার) অনশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনশনে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির আহবায়ক ওয়াহেদ আলী সমিতির যুগ্ম আহবায়ক মহুবর রহমান,সদস্য ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনশনে দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতি লালমনিরহাটের সদস্য অর্জুন চন্দ্র, গোকুল চন্দ্র রায়, শাহজাহান আলী, এনামুল হক, নূরুজ্জামান, খোকন মিয়া, রিপন মিয়াসহ অন্যান্য তামাক চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশীয় তামাক চাষী কল্যাণ সমিতির বক্তারা বলেন, ২০১৭-২০১৮ সালের বাজেটে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানীর জন্য জাতীয় সংসদে যে নীতিমালার অনুমোদন হয়েছিল সেটি এখনও বাস্তবায়ন হয়নি, একটি কুচক্রী মহল সেটি এখনো বাস্তবায়ন করতে দেয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন আমাদের সকল দাবি মেনে নিয়ে দ্রুত ব্যাবস্থা নেবেন।
পরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন এ অনশন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃষকদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা দেন তা তিনি পালন করেন। তামাক বিষয়ে সংসদে যে আইন পাস হয়েছে তা বাস্তবায়ন হবে তবে কৃষকদের ধৈর্য ধরতে হবে। পরে দুপুরে উপজেলা চেয়ারম্যান তামাক চাষী কল্যাণ সমিতির আহবায়ক কে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান এবং এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবেন বলে আস্বস্ত করেন কৃষকদের।
একুশে সংবাদ/ জা.ব / এস
আপনার মতামত লিখুন :