নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার সকাল ৮টায় ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীন এর ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে।
এ সময় কবির বাড়ি সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির কবরস্থানে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: জামাল পাশা, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুস্পস্তব অর্পণ শেষে কবি’র বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
অন্যদের মধ্যে ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশারফ আলী, সাবেক অধ্যক্ষ ফরিদপুর মেডিকেল কলেজ এর আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা প্রমুখ।
উল্লেখ্য ১৯৭৬ সালের ১৪ মার্চ এই দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন। পরে তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তাঁর প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।
একুশে সংবাদ/ না.নি / এস
আপনার মতামত লিখুন :