দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণে প্রত্যেক পূজা কমিটিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সরকার অল্পসময়ের মধ্যেই অর্পিত সম্পত্তি দেবোত্তর সম্পত্তি সমস্যাগুলি নিরসনকল্পে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। অর্পিত সম্পত্তি এবং দেবোত্তর সম্পত্তি রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক।
১৩ মার্চ ২০২১ শনিবার দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এমপি গোপাল আরো বলেন, সকল সম্প্রদায়ের রক্তের আলপনায় অর্জিত এই বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশে সকল সম্প্রদায়ের সমঅধিকার নিশ্চিত করেছেন। দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে পূজা উদযাপন পরিষদের কর্মকান্ডকে গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। বিভিন্ন সময়ে সংখ্যালঘু নির্যাতনের বিচার না পাওয়ার আক্ষেপ তুলে ধরে সকল ধরনের নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান তিনি।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়ের সঞ্চালনায় কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরিচাদ মন্ডল সুমন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক রমেন মন্ডল।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজদেবোত্তর এস্ট্রেটের এজেন্ট রনজিৎ সিংহ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রমা কান্ত রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং।
শনিবার ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা। কাউন্সিলে উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর বিভাগীর যুগ্ম সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ।
একুশেসংবাদ/মিলন/অমৃ
আপনার মতামত লিখুন :