ফরিদপুর আদালত থেকে ৫টি কোর্ট ভাঙ্গায় স্থানান্তরিত করার প্রক্রিয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আইনজীবিদের কোর্ট বর্জন অব্যাহত রয়েছে।
আজ রবিবার (১৪ ই মার্চ) সকাল থেকে কোন কোর্টে আইনজীবিরা না যাওয়ায় বিচারিক কার্যক্রম শুরু করতে পারেনি আদালতের বিচারকরা।
আজ সকাল সাড়ে ১১টার সময় ফরিদপুর জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়া আইনজীবিদের নিয়ে বসলেও তারা একমত হতে পারিনি। এসময় আইনজীবিরা বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কোর্ট বর্জন চালিয়ে যাবেন বলে ঘোষনা দিয়েছেন।
অপরদিকে আইনজীবিদের কোর্ট বর্জন কর্মসূচির কারনে জেলা বিভিন্নস্থান থেকে আসা বিচার প্রার্থীরা চরম সংকটে পড়েছেন। বিষয়টি না জানা থাকায় আদালতে এসে ফিরে যেতে হচ্ছে তাদের।
এরআগে গত বুধবার দুপুরে জেলা আইনজীবি সমিতির বিশেষ সাধারণ সভা থেকে কোর্ট বর্জনের ঘোষনা দেয়া হয়। ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, সালথা, চরভদ্রাসন ও সদরপুরের ৫টি কোর্ট ফরিদপুর থেকে ভাঙ্গা চৌকি কোর্টে স্থানান্তরিত হওয়ার খবর জানাজানি হলে আইনজীবিরা কোর্ট বর্জনের ঘোষনা দেন।
প্রাথমিক পর্যায়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোর্ট বর্জন চলবে এরপর পরিস্থিতি বুঝে সময় বাড়ানোর কথা জানিয়েছেন জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক মোঃ জসিম মৃধা।
একুশে সংবাদ/ না .নি / এস
আপনার মতামত লিখুন :