ঢাকা মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ২ চৈত্র ১৪২৭

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
Janata Bank
Rupalibank

নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী খাল থেকে মাছ শিকার


Ekushey Sangbad
ফরিদপুর প্রতিনিধি
০৭:৪২ পিএম, ১৪ মার্চ, ২০২১
নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী খাল থেকে মাছ শিকার

ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি জলাশয়ে (খাল) বাঁধ দিয়ে মৎস্য শিকারের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামে।

রবিবার (১৪ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হাসামদিয়া-কোন্দারদিয়া সরকারি খাল। ওই গ্রামের বাসিন্দা বলাই বিশ্বাস ও মুন্নু মোল্যার জামাই মমিন মোল্যা তাদের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত খালের অংশ আটকে মৎস্য শিকার করছেন। 

বলাই বিশ্বাস খালের পানি শ্যালো মেশিন দিয়ে সেচে মাছ শিকার করছেন। 

এ সময় স্থানীয়রা জানান, গত বর্ষা মৌসুমে অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে জলাশয় উন্মুক্ত রাখার নির্দেশ দেন এবং সেই সময় এসিল্যান্ডের নির্দেশে ওই জলাশয়ে থাকা বলাই বিশ্বাসের ভ্যাসাল (মাছ ধরার জাল) নষ্ট করা হয়। কয়েক মাস পর আবারও ওই স্থানে বলাই বিশ্বাস ও মমিন মোল্যা ওই খালে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত বলাই বিশ্বাস বলেন, 'খালের ওই জায়গা আমাদের ব্যক্তিমালিকানাধীন। কাগজপত্রে আমাদের নাম আছে, তাই ঐ অংশে আমরা মাছ চাষ করি।'খালের অপর প্রান্তের বাসিন্দা পূর্ব ভাটদি গ্রামের লুৎফর রহমান বলেন, 'খালের পাশে আমার ব্যক্তিগত জায়গায় একটি পুকুর আছে। এস,এ রেকর্ডে উল্লেখিত আমার ওই পুকুরের একটি অংশ বলাই বিশ্বাস বি,এস রেকর্ডে অবৈধভাবে তার নামে করে নিয়েছেন।


এ ব্যাপারে বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, 'ওই খালটি সরকারি খাল। খালটি উন্মুক্ত থাকবে। আমি নিজে গিয়ে নিষেধ করার পরও যখন মানছে না, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একুশে সংবাদ/ না.নি / এস