ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে উত্তর বাজারস্থ নুরুল আমিন খান সড়কে আহাম্মদ সুপার মার্কেটে "মায়ের দোয়া শিল্পালয়ে" স্বণার্লংকার চুরি হয়েছে।
শনিবার (১৩ মার্চ) দিনগত রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।
জুয়েলারি দোকানের মালিক সিরাজুল হক জানান, শনিবার রাত ১০ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকান খুলে দেখেন তার দোকানের সিন্দুক ভেঙ্গে প্রায় ৫ লক্ষ টাকার স্বণার্লংকার নিয়ে যায় চোর।
তিনি বলেন, দোকানের উপর দিয়ে ঘরের চালের ঢেউটিন ও সিলিংএ রডের গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে। পরে গ্যাস দিয়ে সিন্দুকের পেছনের অংশ কেটে স্বর্ণালংকার নিয়ে যায় চোর।
আহাম্মদ সুপার মার্কেটের মালিক সাংবাদিক ফারুক আহাম্মদ জানান, খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃমনিরুজ্জামান মজুমদারেরর নেতৃত্বে , উপ-পুলিশ পরিদর্শক এসএম তোফায়েল, মোঃআওলাদ হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃমনিরুজ্জামান মজুমদার,
সাংবাদিকদের বলেন, “দোকানের উপর দিয়ে চালের ঢেউটিন ও সিলিংএ রডের গ্রিল কেটে চোর ভেতরে প্রবেশ করে চোর স্বর্ণালংকার নিয়ে গেছে। চুরির ঘটনার পর আমরা সেখানে পরিদর্শন করেছি। তার দোকানের সিন্ধুকে ও শোকেসে প্রায় ৫লক্ষ টাকার স্বর্ণালংকার ছিল বলে দোকানের মালিক প্রাথমিকভাবে পুলিশকে জানান। আমরা পাশের দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।”
চোর চক্রটিকে ধরার চেষ্টা করেছেন বলে জানান,এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে অফিসার্স ইনচার্জ (ওসি)খান আব্দুল হালিম বলেন, এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, এ চুরির ঘটনার চোরদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
একুশে সংবাদ/ হূ.ক / এস
আপনার মতামত লিখুন :